Site icon Jamuna Television

চলন্ত গাড়ি থেকে চিৎকার শুনে অপহৃত এক নারীকে উদ্ধার করলো সেনাবাহিনী

প্রতিদিনের মতোই কক্সবাজার সদরের লিংকরোড এলাকায় টহল দিচ্ছিলো সেনাবাহিনী। হঠাৎ চলন্ত সিএনজি অটোরিকশা থেকে এক নারীর চিৎকার শুনতে পেলে সেটিকে অনুসরণ করতে থাকে তারা। এক পর্যায়ে টহল দল সিএনজি অটোরিকশাটি থামিয়ে অপহৃত এক নারীকে উদ্ধার করে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার লিংকরোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। আটককৃত দুজন হলেন টেকনাফের মারিশবুনিয়া এলাকার শামসুল আলমের পুত্র ফিরোজ ও বোয়ালখালী এলাকার আকুবদন্ডী এলাকার মুহাম্মদ শরীফের পুত্র আহমদ খলিল।

সেনাবাহিনী জানায়, ভুক্তভোগী নারী কক্সবাজারের একটি আবাসিক হোটেলে চাকরি করেন। মাস শেষে বেতন নিয়ে বাসায় ফেরার সময় দুই অপহরণকারী তাকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাচ্ছিলেন।

আটক দুই অপহরণকারীকে আইনী প্রক্রিয়া শেষে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএইচআর

Exit mobile version