Site icon Jamuna Television

সিউলের জালে বার্সেলোনার ৭ গোল

এশিয়া সফরে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (৩১ জুলাই) দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে ৭-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা।

বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পরে মাঠে নামার পর এদিনই প্রথম গোলের দেখা পেয়েছেন লামিন ইয়ামাল। প্রথমার্ধে এই স্প্যানিশ ফরোয়ার্ড করেন দুটি গোল। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। এছাড়া, একবার করে জালের দেখা পেয়েছেন লেভানদোভস্কি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও গাভি।

এশিয়া সফরে নিজেদের শেষ ম্যাচে আগামী সোমবার (৪ আগস্ট) দক্ষিণ কোরিয়ার আরেক দল দেগু এফসির মুখোমুখি হবে বার্সেলোনা।

দিন কয়েক আগে ৩-১ ব্যবধানে কাতালানরা হারিয়েছিল জাপানের ক্লাব ভিসেল কোবেকে।

/এএম

Exit mobile version