Site icon Jamuna Television

গণঅভ্যুত্থান স্মরণে ডিএসসিসির সাইকেল র‍্যালি

ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সাইকেল র‍্যালির আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এতে ১৯০ জন সাইক্লিস্ট অংশ নেয়।

ক্রীড়া সচিব বলেন, যে স্বপ্ন ও আকাঙ্খা নিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা জীবন দিয়েছে, তাদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছে সরকার। শরীর ও মন সুস্থ রাখার জন্য সাইকেলিং খুব গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

এসময় ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, সাইকেল র‍্যালিটির প্রতিপাদ্য হচ্ছে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার করি, পরিচ্ছন্ন নগর গড়ি’। এই আয়োজনের মাধ্যমে নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার বার্তা দেয়া হয়।

পরিচ্ছন্ন নগরীর জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বানও জানান তিনি। র‍্যালিটি রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে নগর ভবনের সামনে এসে শেষ হয়।

/এমএইচ

Exit mobile version