Site icon Jamuna Television

বাজারে বৃষ্টির প্রভাব, ঊর্ধ্বমুখী মাছ-সবজির দাম

ফাইল ছবি।

মাঝ বর্ষায় কাঁচাবাজারে কমেছে সবজির যোগান। যার প্রভাব পড়েছে দামে। ৬০ থেকে ৮০ টাকা কেজির নিচে নেই কোন সবজি। স্বস্তি নেই মাছ বাজারেও।

আজ শুক্রবার (১ আগস্ট) ছুটির দিনে রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম। আবার দামও বেশি।

গেল সপ্তাহের তুলনায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ছয়শো টাকা কেজির নিচে মিলছে না নদ-নদীর মাছ। তিনশো’র কমে মিলছে কেবল চাষের নলা-তেলাপিয়া। আর এক কেজি ইলিশ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে দুই থেকে আড়াই হাজার টাকা।

ঋতুচক্রের এই সময়টাকে বিক্রেতারা বলেন, মাছের মৌসুম। সাগরের পাশাপাশি নদ-নদীর সুস্বাদু মাছের সবচেয়ে বেশি যোগান থাকে। তাই দামও কমে আসে। তবে, বাজারের পরিস্থিতি একেবারেই ভিন্ন।

প্রতিকেজি দেশি মুরগি ৬০০-৭০০ টাকা, সাদা লেয়ার ৩১০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়। তবে গরু ও খাসির মাংসের দামে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায় ও খাসির মাংস ১ হাজার ২০০ টাকা।

মূলত দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। ফসলে ক্ষেত নষ্ট হওয়ার ফলেই কমেছে সরবরাহ। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা কমে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২শ’ টাকায়। মানভেদে এক কেজি বেগুনের জন্য গুনতে হবে ৯০ থেকে ১২০ টাকা।

চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের উচ্চমূল্যই ভোগাচ্ছে ক্রেতাদের। মানভেদে এক কেজি মাঝারি মানের চালের দাম ৬৫ থেকে ৭০ টাকা। আর মিনিকেটের জন্য দিতে হবে ৭৫ থেকে ৮৫ টাকা পর্যন্ত।

/এমএইচআর

Exit mobile version