Site icon Jamuna Television

পটুয়াখালীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ ক‌রেসপন‌ডেন্ট, পটুয়াখালী:

মাদক বিক্রয়, জমি দখল করে আত্মসাৎ এবং চাঁদা আদায়সহ বিভিন্ন অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামের চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মো. রাসেল মৃধাকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের একটি বিশেষ দল এবং মির্জাগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

মির্জাগঞ্জ সেনা ক্যাম্প ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর টাকা আদায়, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে জোরপূর্বক মেয়েকে তুলে নিয়ে চাঁদা আদায়, চাঁদা না দেয়ায় মারধর, দোকান থেকে বাকিতে মালামাল নিয়ে মূল্য না দেয়া এবং পাওনা টাকা চাইলে হুমকি-লাঞ্ছনার অভিযোগ রয়েছে রাসেল মৃধার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকেন, কিন্তু ভয়ে মুখ খুলতে সাহস পান না। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৬১ হাজার ৪০৯ টাকা ও মাদক বিক্রি কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট জব্দ করা হয়। 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রাসেল মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হ‌য়ে‌ছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

/এটিএম

Exit mobile version