Site icon Jamuna Television

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডল‌ফিন

ষ্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে ভেসে এলো একটি মৃত ডলফিন। পনের দিনের মধ্যে দ্বিতীয় ডল‌ফিনকে দেখতে স্থানীয়সহ ঘুরতে আসা পর্যটকরা ভিড় জমায়।

ডল‌ফিন‌টির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। এর পুরো শরীরের চামড়া উঠানো ছিল। এছাড়া মাথা ও পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সৈকতের জিরো প‌য়েন্ট থেকে ২ কিলোমিটার পশ্চিমে কম্পিউটার সেন্টার এলাকায় ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু প্রথমে মৃত ডল‌ফিন‌টি দেখতে পান।

তি‌নি জানান, সাগর উত্তাল থাকায় ঢেউয়ের তোড়ে ডল‌ফিন‌টি তীরে ভেসে আসে। এটির শরীরের সম্পূর্ণ চামড়া ওঠে গেছে। কিছু কিছু জায়গা পচে গেছে। ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন আগে এ‌টি মারা গেছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ডলফিনটিকে মাটিচাপা দিয়েছে। যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে।

/এএস

Exit mobile version