Site icon Jamuna Television

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার

ফাইল ছবি

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হবে আগামীকাল শনিবার সকাল ৭টায়। আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তার ওপেন হার্ট সার্জারি করবে।

এদিকে আমিরের সুস্থতার জন্য দেশ-বিদেশের সকলের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন দলের নেতারা।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে অংশ নেয়ার সময় ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ধারণা করা হয়েছিল, গরমের কারণেই তিনি অসুস্থ হয়েছেন। পরে এনজিওগ্রামের মাধ্যমে তার হৃদপিণ্ডে পাঁচটি ব্লক ধরা পড়ে। শুরুতে রিং পরানোর পরিকল্পনা থাকলেও পরবর্তীতে ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেয়া হয়।

/এসআইএন

Exit mobile version