Site icon Jamuna Television

ভোটের দিন থাকছে শৈত্যপ্রবাহ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতির মাঠ উত্তাপ থাকলেও ক্রমেই শীতল হচ্ছে আবহাওয়া। সারাদেশেই রয়েছে শীতের তীব্রতা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভোটের দিনও শীতের এ প্রবাহ অব্যাহত থাকতে পারে। এরমধ্যে এদিন টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, বরিশাল, ভোলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ৩০ ডিসেম্বর রাজধানী ঢাকার আবহাওয়া কিছুটা ব্যতিক্রম থাকবে বলে জানা গেছে। এদিনের আবহাওয়া দেশের অন্যান্য এলাকার তুলনায় উষ্ণ থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ছাড়া অন্য এলাকার আবহাওয়াও তুলনামূলক শীতল থাকবে।

রাজধানী, চট্টগ্রাম ও কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version