Site icon Jamuna Television

কাশ্মিরে ভারতীয় বাহিনীর গুলিতে যুবক নিহত

ভারতের জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক জঙ্গি নিহত হয়েছে। অঞ্চলটির হান্দওয়ারা জেলায় আজ ভোরে এ ঘটনা ঘটে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, আনানওয়ান এলাকায় জঙ্গিদের সন্ধানে ভোর ৫টার দিকে অভিযান শুরু করে সেনাবাহিনী। এসময় সেনা সদস্যদের সাথে জঙ্গিদের ব্যাপক গুলিবিনিময় শুরু হলে কমপক্ষে একজন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এসময় তার কাছে থাকা অস্ত্রও জব্দ করা হয়। এ ঘটনায় এখনও অভিযান চলছে। আরও অন্তত দু’জন জঙ্গিকে ঘিরে রেখেছে ভারতীয় সেনারা।

Exit mobile version