Site icon Jamuna Television

মেধাবী জাতি তৈরিতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষা উপদেষ্টা

এখনই সময় একটি মেধাবী জাতি তৈরী করার। এতে শিক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।

শনিবার (২ আগস্ট) সকালে ঢাকা কলেজে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের এর উদ্যােগে ‘জুলাই গণঅভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা’ শির্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, সময় এসেছে তরুনদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার, দেশ গড়ার কারিগড় হিসাবে তৈরী করার।একটা অস্থির সময় পার করছে সবাই, যা বিচক্ষণতার মধ্যে দিয়ে পার করতে হবে। শিক্ষার ক্ষেত্রে বিশ্বমানের মাপ কাঠিতে নিজেদের বিবেচনা করার জন্য কাজ করছে সরকার।

শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতেও অন্তবর্তী সরকার সচেষ্ট বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা।

/এএস

Exit mobile version