Site icon Jamuna Television

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের আনোয়ারায় দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় তিন পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

শনিবার সকাল ৮টার দিকে কর্ণফুলী ইপিজেডে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন পোশাক শ্রমিক হলেন- মো. লতিফ (৫০), তার বাড়ি বরিশালে। আনোয়ারা উপজেলার সুলতানা রাজিয়া (৩৫) ও লোহাগাড়ার চুনতি সাতগড় এলাকার মো. শামসুল হুদার ছেলে মো. ইরফান (২৭)।

এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি বাসে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, সকাল ৮টার দিকে কর্ণফুলী ইপিজেডের ভেতরে শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লতিফের মৃত্যু হয় এবং অন্তত ৪০ জন আহত হয়। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। বাকিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি বাসে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন।

Exit mobile version