Site icon Jamuna Television

স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেলেন লুকাস পাকেতা

ব্রাজিলিয়ান ফুটবলার মানেই যেন বিতর্ক। মাঠে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই খবরের শিরোনামে থাকে সেলেসাওরা। নেইমার, দানি আলভেসসহ এই তালিকায় আছেন লুকাস পাকেতাও। কিন্তু এবার স্বস্তির খবরই পেয়েছেন তিনি। এবার দীর্ঘ দিনের দুঃখ ঘুচলো এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। অবশেষে মুক্তি পেলেন স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে।

প্রায় দুই বছরের তদন্ত শেষে পাকেতার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। অভিযোগ ছিল, ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের আগষ্টের মধ্যে ৪টি প্রিমিয়ার লিগ ম্যাচে ইচ্ছে করে হলুদ কার্ড পাওয়ার চেষ্টা করেছেন ওয়েস্ট হ্যামের এই ফুটবলার।

২০২২ সালের ২৩ নভেম্বর লেস্টার সিটি, ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলা, ২১ মে লিডস ইউনাইটেড ও ১২ আগষ্ট বোর্নমাউথের বিপক্ষে ওয়েস্ট হ্যামের ম্যাচ ঘিরে ৪টি অভিযোগ গঠন করা হয় পাকেতার বিরুদ্ধে।

শুনানির পর চারটি অভিযোগ প্রমাণ করা সম্ভব নয় বলে মনে করে স্বাধীন নিয়ন্ত্রক কমিশন। নির্দোষ হওয়ার পর সংবাদমাধ্যমের সামনে কথা বলেন এই মিডফিল্ডার।

লুকাস বলেন, তদন্ত শুরুর প্রথম দিন থেকে আমি নিজেকে নির্দোষ দাবি করে এসেছি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। তবে এটুকু বলতে চাই, সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ এবং দুই বছর পর হাসিমুখে মাঠে ফিরতে মুখিয়ে আছি। আমার স্ত্রী, ওয়েস্ট হ্যাম, সমর্থক, পরিবার, বন্ধু ও আইনজীবী দলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, ২০২২ সালে রেকর্ড ৫০ মিলিয়ন পাউন্ডে ওয়েস্ট হ্যামে যোগ দেন পাকেতা। মারাত্মক এই অভিযোগ নিয়েই ব্রাজিল ও ক্লাবের হয়ে খেলে যাচ্ছিলেন এই মিডফিল্ডার। তবে এবার নতুন উদ্যমে নতুন মৌসুম শুরু করবেন তিনি।

/এমএইচআর

Exit mobile version