Site icon Jamuna Television

দর্শকদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে: শাহরুখ খান

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে দাপুটে রাজত্ব করার পর অবশেষে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমাতে তার অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন কিং খান। আর পুরুস্কার পেয়ে আবেগেআপ্লুত হয়ে পড়েছেন। শুক্রবার (১ আগস্ট) সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ভক্তদেরসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

ভিডিওবার্তায় শাহরুখ বলেন, জাতীয় পুরস্কার এমন একটি প্রাপ্তি, যা সারা জীবন গর্বের বিষয় হয়ে থাকবে আমার কাছে। এটা কেবল স্বীকৃতি নয়, বরং বড় এক দায়িত্ব। অভিনয় আমার কাছে শুধু কাজ নয়, সত্যের প্রতিফলন তুলে ধরার দায়িত্ব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।

সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহরুখ খান বলেন, ‘জওয়ান’ সিনেমাতে আমাকে সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ রাজু স্যার, সাইদ, অ্যাটলি স্যার এবং পুরো দলকে। আমার ব্যক্তিগত দলের প্রতিও কৃতজ্ঞ, যারা ধৈর্য ধরে আমাকে সব সময় সহ্য করে। যাতে আমি ভালো দেখি, ভালো অভিনয় করি—এটা তাদের কাছে আমার থেকেও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ-রানি

পরিবার প্রসঙ্গে তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা এত বছর ধরে আমায় এত ভালোবাসা দিয়েছে, এত যত্নে রেখেছে যে আমার মনে হয়, বাড়ির মধ্যে আমিই ছোট সদস্য বলে মনে করি। তারা সবসময় আমার ভালোর জন্যই সবকিছুই চেয়েছে। এ জন্য তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেন, এই পুরস্কার আপনাদের জন্য। আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে। এখন হাত পুরোপুরি খোলা নেই, তাই জড়িয়ে ধরা যাচ্ছে না। তবে চিন্তা নেই, পপকর্ন রেডি রাখুন। আমি ফিরছি, থিয়েটারে। ততক্ষণ এক হাতেই চালিয়ে নিই।

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শাহরুখ খানের। এর পরের তিন দশকে উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র-‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘কভি খুশি কভি গম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘মাই নেম ইজ খান’সহ বহু সুপারহিট সিনেমা।

/এসআইএন

Exit mobile version