জুলাই অভ্যুত্থানের পর চরম সংকটময় মুহূর্ত পার করছে দেশ। এ থেকে উত্তরণে জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু অবাধ গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দরকার বলেও মনে করছেন বিশিষ্টজনরা।
শনিবার (২ আগস্ট) সকালে দৈনিক যুগান্তর আয়োজিত গোলটেবিল আলোচনায় তারা এসব কথা বলেন।
দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মাসুদ করিমের সঞ্চালনায় গোল টেবিলে উঠে আসে দেশের সামগ্রিক অবস্থার চিত্র।
তরুণ আলোচকরা বলেন, হাজার হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে রাষ্ট্র সংস্কারের সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে না পারলে, নতুন কোন আবু সাঈদের নেতৃত্বে আবারও গনঅভ্যুত্থান ঘটবে।
আলোচকরা অভিযোগ করেন, অভ্যুত্থান পরবর্তী ভবিষ্যত বাংলাদেশ গড়ায় সবচেযে বড় অন্তরায় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা।
দেশের ভবিষ্যৎ অর্থনীতি চরম হুমকীর মুখে জানিয়ে জাতীয় ঐক্যের তাগিদ দেন ব্যবসায়ি নেতারা।
ঐক্য ধরে রাখতে না পারলে প্রধান রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও সতর্ক করা হয় গোলটেবিল আলোচনায়।
/এএস

