Site icon Jamuna Television

রোববার এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির

ফাইল ছবি।

আগামীকাল রোববার (৩ আগস্ট) এইচএসসি ও সমমান এবং বিসিএস পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসমাবেশ।

এছাড়া, সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে পহেলা আগস্ট থেকে ‘জুলাই জাগরণ’ চলমান রয়েছে। যা চলবে ৪ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলছে এই অনুষ্ঠান।

এই তিন কর্মসূচি ঘিরে বিপুল সংখ্যক জনজমাগম হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাই এদিন পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এছাড়া, ঢাকাবাসীকে শাহবাগকে এলাকা এড়িয়ে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।

আরও পড়ুন: রোববারে ঢাকায় ৩ কর্মসূচি: যেসব পথ এড়িয়ে চলতে বললো ডিএমপি

/এমএন

Exit mobile version