Site icon Jamuna Television

‘মেয়েদের নিয়ে নোংরামি থামানোর’ আহ্বান জানিয়ে রাজনীতি ছাড়লেন বৈষম্যবিরোধী নেত্রী

চট্টগ্রাম ব্যুরো:

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা। শুক্রবার (১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক লাইভে ফাতেমা খানম লিজা বলেন, ‘চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছি, তারাই আজ নারীদের নিয়ে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন। নারীদের ধ্বংস করার চেষ্টা করছেন। এগুলো নেয়া যায় না।’

১৬ মিনিট ৩৬ সেকেন্ড লাইভে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেত্রী। এ সময় ফাতেমা খানম লিজা বলেন, ‘আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়। আমি বোঝাতে পারব না যে চট্টগ্রামে মেয়েদের নিয়ে কতটা নোংরামি করা হয়, তাদের ব্যক্তিগতভাবে কতটা আক্রমণ করা হয়। সেগুলো কারা করে? আমাদের মানুষই করে। যে ভাই-ব্রাদারদের সঙ্গে আমরা উঠি-বসি, যাদের সঙ্গে আমরা পথচলার সাহস করি। যে ভাইদের আমরা জীবন বাঁচিয়েছি, সেই ভাইয়েরাই আজ…। প্লিজ আপনারা এসব বন্ধ করেন। আপনারা মেয়েদের নিয়ে যে নোংরামি শুরু করেছেন, এসব থামান। আপনারা যারা বড় ভাইয়েরা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, প্লিজ আপনারা এসব থামান।’

তিনি লাইভে দাবি করেন, চট্টগ্রামে এত মেয়ে ছিল, আজ সবাই হারিয়ে গেছে। আজকে আমাকে নিয়েও নোংরামি শুরু হয়ে গেছে। শুধু আমাকে মাইনাস করার জন্য বাজে বয়ান তৈরি করা হচ্ছে।

ফাতেমা খানম লিজা আরও বলেন, ‘চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে, তাদের চাওয়া-পাওয়ার কাছে আমাদের রাজনীতি হারিয়ে গেছে। হারিয়ে গেছেন আন্দোলনের সম্মুখসারিতে থাকা অনেকে। এখন বলতে গেলে কেউ-ই নেই। এই সবকিছুর জন্য কিছু সংখ্যক ভাই-ব্রাদার দায়ী। তারা কেন্দ্রের সঙ্গে লিয়াজোঁ করে চট্টগ্রামে একটার পর এক কোরাম বানিয়েছেন। এর দায় আপনাদের নিতে হবে।’

ফ্যাসিজমের বিরুদ্ধেই লড়াই করার কথা ছিল উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেত্রী বলেছেন, তবে নিজেদের মানুষের সঙ্গে লড়াইটা করতে হচ্ছে। চট্টগ্রামে খান তালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদ, রিজাউর রহমানসহ আরও অনেকেই নেতৃত্ব দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আপনাদের যে অবস্থান নেয়া উচিত ছিল, তা আপনারা নিতে পারেননি।

/এমএন

Exit mobile version