Site icon Jamuna Television

যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তা এখনও বহাল আছে: মৎস্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। তার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে—এটা আমি মনে করি না। তার বিচার ছাড়া আমরা নির্বাচনে একমত হবো না।

আজ শনিবার (২ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আয়োজিত ‘স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, শেখ হাসিনার বিচার যেন আমরা করতে পারি, সেজন্য আপনারা মাঠে আছেন। আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকবো।

তিনি আরও বলেন, রাষ্ট্রের কোনো মেরামতের পরিবর্তন না করে শুধু সরকার পরিবর্তনের জন্য উঠে পড়ে লেগেছি। আমরা কিন্তু এখনও কোনো রাষ্ট্রের পরিবর্তন বা সংবিধানের পরিবর্তন করিনি। যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তা এখনও বহাল আছে। কাজেই এই সংবিধান ও রাষ্ট্র রেখে শুধু সরকার পরিবর্তন করে আমার মনে হয়, আমরা তেমন কিছু অর্জন করতে পারবো না।

মৎস্য উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদ নানাভাবে রয়েছে, এর বিরুদ্ধে কাজ করতে হবে। সবাই মিলে আমরা রাস্তায় থাকবো। আমরা আপনাদের বাইরের কেউ নই।

/এসআইএন

Exit mobile version