Site icon Jamuna Television

ট্রাম্পের হুমকির পরও রাশিয়ান তেল আমদানি চালিয়ে যাবে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরও ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখবে। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তেল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ান তেল তুলনামূলকভাবে সস্তা হওয়ায় এটি দেশটির জন্য লাভজনক বলে মনে করছে দিল্লি।

উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দেন যে, রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত থাকলে ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা হতে পারেন তিনি।

তবে ভারতের অবস্থান পরিষ্কার — তারা তাদের জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত নিচ্ছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক চাপকে প্রাধান্য দেবে না।

/এআই

Exit mobile version