Site icon Jamuna Television

শরীয়তপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি

প্রতীকী ছবি।

শরীয়তপুর করেসপনডেন্ট:

শরীয়তপুরের সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২ আগস্ট) অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। এরইমধ্যে অভিযুক্ত জামাল মাদবরকে (৪০) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলা এজাহারে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি নানা বাড়ির কাছে একটি দোকানে চকলেট ও বিস্কুট কিনতে যায়। সেখানে থাকা অভিযুক্ত জামাল মাদবর শিশুটিকে বিস্কুট ও চকলেট খাওয়ানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে সে। এরপর মেয়েটিকে বুঝিয়ে তার নানা বাড়ির কাছে এনে ছেড়ে দিয়ে যায় অভিযুক্ত জামালের মা। বাড়ি ফেরার পর মায়ের কাছে শিশুটি সব খুলে বলে।

শিশুটির বাবা জানান, মেয়েটি অসুস্থ হয়ে পরলে রাতেই স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর শরীয়তপুর সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, গত ৩০ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে অভিযুক্ত জামালকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন।

/আরএইচ

Exit mobile version