শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতাকর্মীরা

|

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার লক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে শুরু হয়। ইতোমধ্যে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন, দলটির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

এনসিপির বভিন্ন ইউনিট মিছিল নিয়ে এখনও সমাবেশস্থলে আসছেন। সমাবেশস্থলে নেতাকর্মীদের জন্য শহিদ মিনারের সামনে লাল কার্পেট বিছানো হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে বড় আকারের ডিজিটাল পর্দা। এসব পর্দায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিভিন্ন দৃশ্য প্রদর্শিত হচ্ছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশ থেকেই ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। এনসিপির নেতারা আশা করছেন, গত বছরের ৩ আগস্টের মতো এবারও শহিদ মিনার এলাকায় বিশাল জনসমাগম হবে। সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় জড়ো হয়েছেন। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর ও নোয়াখালী থেকে নেতাকর্মীদের ঢাকায় আসার ছবিও প্রকাশ করা হয়েছে।

এই সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে ঘোষিত ইশতেহারে নতুন বাংলাদেশ গড়ার ২৪ দফা রূপরেখা তুলে ধরা হবে। সেখানে পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাত, অর্থনৈতিক নীতিমালা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, প্রবাসী নীতিসহ নগর উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনার পরিকল্পনার কথা থাকবে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply