Site icon Jamuna Television

৫শ’ বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

রাশিয়ার দূর-পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে অবস্থিত ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি ৫০০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত করেছে। বিশেষজ্ঞদের ধারণা, এই অগ্ন্যুৎপাতের পেছনে সম্প্রতি ঘটে যাওয়া প্রবল ভূমিকম্পের প্রভাব থাকতে পারে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের মতে, আগ্নেয়গিরিটি ছাইয়ের একটি স্তম্ভ ছুঁড়ে দিয়েছে প্রায় ৬ কিলোমিটার (৩.৭ মাইল) উচ্চতা পর্যন্ত। তবে এই অগ্ন্যুৎপাতের ফলে বর্তমানে জনবসতিপূর্ণ কোনো এলাকায় সরাসরি হুমকি নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

অগ্ন্যুৎপাতের কয়েক ঘণ্টা পরেই কামচাটকা উপদ্বীপে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে তিনটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাগুলো গত সপ্তাহের ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে, যা একই অঞ্চলে আঘাত হানে এবং যার প্রভাবে ফ্রেঞ্চ পলিনেশিয়া ও চিলিতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। ঐ ভূমিকম্পটিকে ইতিহাসের অন্যতম শক্তিশালী হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং তখন মিলিয়নেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

এর আগে, ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হানে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, এতে সর্বোচ্চ ১৮ সেন্টিমিটার (৭ ইঞ্চি) উচ্চতার ঢেউ উঠতে পারে। এর ফলে কামচাটকার তিনটি অঞ্চলের মানুষকে এখনো উপকূল থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

Exit mobile version