Site icon Jamuna Television

ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করলো সরকার

অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে (৫ আগস্ট) ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লোকসমাগম ঘটাতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে ওইদিন দুপুরের মধ্যে ঢাকায় আনা হবে। সমাবেশ শেষে আবার তাদের গন্তব্যে পৌঁছে দেয়া হবে। ট্রেন ভাড়ায় ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র-জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রোববার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর চিঠি দেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকছে দিনভর আয়োজন। বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ভাড়ায় এসব বিশেষ ট্রেন পরিচালিত হবে এবং তা নিয়মিত রেলসেবায় বিঘ্ন না ঘটিয়ে সম্পন্ন করা হবে।

ট্রেনগুলোর বিস্তারিত তুলে ধরা হলো—

উৎস জেলা/স্থানকোচআসননির্ধারিত ভাড়া
চট্টগ্রাম১৬৮৯২৭ লাখ টাকা+
জয়দেবপুর (গাজীপুর)৭৩৬৭২,৫০০ টাকা
নারায়ণগঞ্জ১০৫১০৫৬,৫০০ টাকা
নরসিংদী১২৬৫২৯৫,০০০ টাকা
সিলেট১১৫৪৮৩.২৩ লাখ টাকা
রাজশাহী৫৪৮৪.৮৫ লাখ টাকা
রংপুর১৪৬৩৮১০.৫ লাখ টাকা
ভাঙা (ফরিদপুর)৬৭৬২.৬১ লাখ টাকা

এ ধরনের ট্রেন ব্যবস্থাপনায় সমালোচনার জবাবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক দলের আবেদনে যেমন ট্রেন ভাড়া দেয়া হয়, এবার সরকারের একটি মন্ত্রণালয় থেকে তেমন অনুরোধ এসেছে। আমরা টাকা পাচ্ছি, তাই ট্রেন ভাড়া দিয়েছি।

রেলওয়ে সূত্র থেকে জানা যায়, কারও আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনা করলে স্বাভাবিকের চেয়ে অন্তত ৩০ শতাংশ বাড়তি ভাড়া আদায় করা হয়ে থাকে।

/এএম

Exit mobile version