Site icon Jamuna Television

বিএনপি নেতাদের ফোনালাপ থেকেই বোঝা যায় ২০/২২ টা আসন পেতে পারে: ওবায়দুল কাদের

কালকের নির্বাচন সুষ্ঠু হবে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভালোর জন্য আশাবাদী মন্দের জন্যও প্রস্তুত আছেন তারা। নোয়াখালীতে দলের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, নিঃসন্দেহে সারা দেশে উৎসবমুখর নির্বাচন হবে; আগামীকাল জনমতের শতভাগ প্রতিফলন ঘটবে। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট আবারও সরকার গঠন করবে দাবি করেন, ওবায়দুল কাদের।

পরাজয় সুনিশ্চিত জেনেই বিএনপি নেতারা হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি নেতাদের ফোনালাপ থেকেই বোঝা যায় ২০/২২ টা আসন পেতে পারে।

Exit mobile version