ইংল্যান্ডের চাই ৩৫ রান, ভারতের ৪ উইকেট

|

ভারতীয় বোলারদের দারুণ কামব্যাকে পঞ্চম দিনে গড়ালো ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার’ ট্রফির সিরিজ নির্ধারণী ওভাল টেস্ট। যেখানে জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে আর ৩৫ রান। ভারতের দরকার ৪ উইকেট।

৩৭৪ রানের জয়ের লক্ষ্যে ৬ উইকেটে ৩৩৯ রান করে চতুর্থ দিন শেষ করেছে ইংল্যান্ড।

এর আগে ১ উইকেটে ৫০ রান নিয়ে রেকর্ড জয়ের লক্ষ্যে চতুর্থ দিন শুরু করে ইংলিশরা। রেকর্ড বলা হচ্ছে এই কারণে যে, ওভালে এর আগে কোনো দল চতুর্থ ইনিংসে ২৬৩ রানের বেশি তাড়া করে জেতেনি। সেই ঘটনাও ঘটেছিল ১৯০২ সালে।

এদিন ফিফটি তুলে দলীয় ৮২ রানে ফেরেন দারুণ খেলতে থাকা বেন ডাকেট। ইনিংস বড় করতে পারেননি ওলি পোপ। তবে এরপর ১৯৫ রানের জুটি গড়ে অসম্ভবকে সম্ভবের পথে নিয়ে যান জো রুট ও হ্যারি ব্রুক। দুজনই তুলে নেন সেঞ্চুরি। ব্রুক ১১১ ও রুট ১০৫ করে আউট হলে ম্যাচে ফেরে ভারত।

ব্রুকের রান যখন ১৯, তখনই তিনি প্যাভিলিয়নের পথ প্রায় দেখে ফেলেছিলেন। তার তোলা ক্যাচটি দারুণভাবেই হাতে জমিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। কিন্তু ভারসাম্য হারিয়ে ফাইন লেগ অঞ্চলের সীমানারেখা ছুঁয়ে ফেললে সেটা হয়ে যায় ছয়! এরপর ব্রুক তুলে নেন টেস্টে নিজের দশম সেঞ্চুরি।

অবশ্য শেষ বিকেলে জ্যাকব বেথেলকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন প্রষিধ কৃষ্ণা। এরপর আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয় দিনের খেলা।

ভারতের হয়ে ৩ উইকেট নেন প্রষিধ কৃষ্ণা। শেষ দিনে জয়ের জন্য ৩৫ রান করতে হবে ইংল্যান্ডকে। তাহলে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply