Site icon Jamuna Television

দীর্ঘদিন পর ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

দীর্ঘ দিনের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশের পুঁজিবাজার। লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিতে বাড়ছে সূচক ও লেনদেনের পরিমাণ।

দুই মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে সাড়ে ৯শ’ পয়েন্টের বেশি। দৈনিক লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকার মাইলফলক।

বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৭ লাখ কোটি টাকার ওপরে। পুঁজিবাজারের ধারাবাহিক দর বৃদ্ধিতে খুশি বিনিয়োগকারীরা। খারাপ কোম্পানির দাম বাড়িয়ে কেউ যেন বাজার অস্থির করতে না পারে সেদিকে নজর দেয়ার দাবি জানিয়েছেন তারা।

পুঁজিবাজারে শৃঙ্খলা এবং সুশাসন প্রতিষ্ঠায় নিয়ন্ত্রক সংস্থার তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান বাংলাদেশ সিকিরিউটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন— বিএসইসি’র মুখপাত্র আবুল কালাম। বলেন, বাজারে কোন হস্তক্ষেপ নেই তবে তদারকি অব্যাহত আছে। কারসাজির মাধ্যমে অযৌক্তিকভাবে কোন কোম্পানির দাম বাড়নো হলে ব্যবস্থা নেয়া হবে দ্রুততম সময়ের মধ্যেই।

সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতির বিভিন্ন সূচকের উন্নতি এবং সুদের হার কমে আসার প্রবণতায় ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। দাম বৃদ্ধির তালিকায় ভালো কোম্পানির সংখ্যা বৃদ্ধিতে সামনের দিনেও এটি অব্যাহত থাকবে বলে আশাবাদী তারা।

/এমএইচআর

Exit mobile version