Site icon Jamuna Television

নাটোরে রেললাইনে তালাসহ শেকল লাগিয়ে নাশকতার চেষ্টা

নাটোরের নলডাঙ্গায় রেললাইনে তালাসহ শেকল লাগিয়ে নাশকতার চেষ্টা করা হয়েছে। তবে এতে কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (৩ আগস্ট) রাতে উপজেলার মাধনগর রেলস্টেশনের কাছে পলাশীতলায় এই ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্টেশনের দক্ষিণ পাশের লাইনে শিকল ও তালা লাগিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা।

বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালাসহ শিকল ভেঙে ফেলে।

প্রসঙ্গত, শিকল ও তালা লাগানোর মধ্যবর্তী সময়ে ট্রেন অন্য লাইন দিয়ে যাতায়াত করায় কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।

/এমএইচআর

Exit mobile version