Site icon Jamuna Television

উত্তর কোরিয়ার সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া

উত্তর কোরীয় সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নেবে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ংয়ের সাথে উত্তেজনা কমাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সিউল।

দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় লাউড স্পিকারের মাধ্যমে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা চালিয়ে আসছিল দক্ষিণ কোরিয়া। তবে এখন পিয়ংইয়ং এর সাথে তিক্ততা কমাতে চান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট লি জে মিউং। সেকারণেই সীমান্ত এলাকা থেকে স্পিকারগুলো সরিয়ে ফেলায় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

যদিও প্রতিবেশি দেশটির সাথে কোনো ধরনের আলোচনায় বসার আগ্রহ নেই বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এর আগে, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকে এখনও বিবাদে লিপ্ত রয়েছে প্রতিবেশী দুই দেশ। গেল কয়েক বছরে আরও অবনতি হয়েছে সম্পর্কের।

সূত্র: গার্ডিয়ান, এপি।

/এআই

Exit mobile version