Site icon Jamuna Television

জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাতিল

জুলাই গণঅভ্যুত্থানের আটজন শহীদের গেজেট বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। রোববার (৩ আগস্ট) প্রজ্ঞাপনটি জারি করা হয়। 

গেজেট থেকে বাদ পড়া আটজন হলেন- টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার , ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন, নরসিংদীর জিন্নাহ মিয়া, ঢাকার দৌলতখানের শাহ জামান, ঢাকা সাভারের মো. রনি, নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান , পটুয়াখালীর বশির সরদার এবং শরীয়তপুরের বাধন

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫ এর (খ) ধারা এবং রুলস অব বিজনেস অনুযায়ী এই আটজন জুলাই শহীদের গেজেট বাতিল করা হয়েছে। তবে কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

/এএস

Exit mobile version