Site icon Jamuna Television

এমিলিয়ানোর স্থায়ী ম্যান ইউনাইটেড যাত্রায় বাধা কী?

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার স্বপ্নটা অনেকটা ফিকে হয়ে গেছে। অ্যাস্টন ভিলা থেকে এমিকে ধারে নিতে আগ্রহী রেড ডেভিলরা। তবে এমিকে স্থায়ীভাবে ছেড়ে দিতে চায় ভিলা। এদিকে পিএসজি আগ্রহী হতে পারে এই আর্জেন্টাইনকে পেতে, যদি তাদের গোলরক্ষক দোন্নারুম্মা ছেড়ে দেন ক্লাব। এমি বর্তমান অবস্থা যেন দাঁড়িয়ে আছে— যদি, কিন্তু, তবুও হিসেবে।

বলা যায়, এই মুহুর্তে বিশ্বের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ২০২৪ সালে থিবো কর্তোয়া, উনাই সিমন্স, দোন্নারুম্মাদের পেছনে ফেলে সেরা গোলরক্ষের পুরস্কার পেয়েছেন বাজপাখি খ্যাত এই গোলরাক্ষক। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা সহ সম্ভাব্য সব ট্রফি জিতলেও এমিলিয়ানোর ক্লাবের হয়ে শিরোপার স্বাদ মেটেনি। তাইতো ২০২৯ সাল পর্যন্ত চুক্তি থাকলেও অ্যাস্টন ভিলা ছাড়তে চান এমি। ৩২ বছর বয়সি এই গোলরক্ষকের চাওয়া মেনে নিয়ে, তাকে ছাড়তে রাজি অ্যাস্টন ভিলাও।

নতুন ক্লাব হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ বেছে নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। রেড ডেভিলরা তাদের গোলক্ষক ওনানার ওপর আস্থাহীন হওয়ায় এমির স্বপ্ন পুরন হওয়াটা সময়ের ব্যপার মনে হচ্ছিল। তবে ম্যানচেস্টারের ক্লাবটি লোনে বাজপাখিকে দলে নেবার প্রস্তাব দিয়েছে। কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছেন ভিলা। কারণ ৪০ মিলিয়নে এমিলিয়ানোকে বিক্রি করে বিশ্বমানের তরুন গোলরক্ষককে পেতে চায় ভিলা।

এখন প্রশ্ন উঠছে, কেন রেড ডেভিলরা স্থায়ীভাবে দলে পেতে আগ্রহী নয় বিশ্বের সেরা গোলরক্ষককে? কারণ দোন্নারুম্মা। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম প্রধান কারিগর এই গোলরক্ষক ছাড়তে চান পিএসজি। চুক্তি নবায়ন করতে অস্বিক্রিত জানানো দোন্নোরুমার পছন্দও নাকি ম্যানইউ। আর তাই ২৬ বছর বয়সী এই ইতালিয়ানকে প্রথম পছন্দ আমোরিমের দলের।

দোন্নারুমা চুক্তি নবায়ন না করলে তাকে ছেড়ে দেবে পিএসজি। আর সেটা হলে বিকল্প হিসেবে আবার এমিলিয়ানো মার্টিনেজকে পছন্দ পিএসজির। বাজপাখিকে পেতে ট্রান্সফার ফি কোন সমস্যা নয় নাসের আল খালাইফির দলের।

উল্লেখ্য, এমির জন্য আরও দুয়ার খোলা আছে। সৌদি প্রো লিগের একাধিক দল বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়ে অপেক্ষায় আছে তার জন্য। তবে মার্টিনেজ ইউরোপের সেরা লিগেই খেলতে চান।

/এমএইচআর

Exit mobile version