Site icon Jamuna Television

আন্তর্জাতিক মানের স্কুলভিত্তিক শিক্ষা কার্যক্রমে চলবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গতানুগতিক বিশ্ববিদ্যালয় হবে না। আন্তর্জাতিক মানের অবকাঠামো, স্কুলভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার (৪ আগস্ট) সকালে এ বিষয়ক সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতটি কলেজকে চারটি স্কুল বা অনুষদে ভাগ করা হয়েছে।

এগুলোর মধ্যে স্কুল অব সায়েন্স পরিচালিত হবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা কলেজ থেকে।

স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজে পরিচালিত হবে স্কুল অব বিজনেস স্টাডিজ।

স্কুল অব ল অ্যান্ড জাস্টিস কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে পরিচালিত হবে।

নতুন এ বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ও পরিচালনা পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড ধরনের, যেখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইন এবং ৬০ শতাংশ অফলাইনে (সশরীরে) অনুষ্ঠিত হবে। সব ধরনের পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।

স্নাতক পর্যায়ে মোট ২৩টি বিষয়ে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। এ বছর যেসব শিক্ষার্থী ভর্তি হবে তারা বিদ্যমান কাঠামোতে পড়াশোনা করবে। আইন পাশ হলে আগামী বছর থেকে নতুন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরুর প্রক্রিয়া চালু হতে পারে।

/এমএইচআর

Exit mobile version