Site icon Jamuna Television

নিউজিল্যান্ডে স্যুটকেস থেকে ২ বছরের জীবিত শিশু উদ্ধার

নিউজিল্যান্ডে একটি বাসের লাগেজ কম্পার্টমেন্টে স্যুটকেসের ভিতর জীবিত ২ বছর বয়সী একটি মেয়েকে পাওয়ার পর এক নারীকে শিশু অবহেলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) এ তথ্য জানায়।

অকল্যান্ডের উত্তরে কাইওয়াকা এলাকায় একটি বাস নির্ধারিত স্টপে থামলে ড্রাইভার লক্ষ্য করেন, একটি স্যুটকেসের ভিতর নড়াচড়া হচ্ছে।

পুলিশের ডিটেকটিভ ইন্সপেক্টর সাইমন হ্যারিসন জানান, একজন যাত্রী লাগেজ কম্পার্টমেন্ট খুলতে চাইলে ড্রাইভার স্যুটকেসটি খুলে ভিতর থেকে ২ বছর বয়সী মেয়েটিকে উদ্ধার করেন। মেয়েটি অত্যধিক গরমে থাকলেও শারীরিকভাবে আঘাতমুক্ত ছিল।

শিশুটিকে হাসপাতালে নেয়া হয়েছে এবং স্থানীয় সময় রোববার (৩ আগস্ট) রাত পর্যন্ত সে সেখানেই রয়েছে। কর্তৃপক্ষ জানায়নি যে কতক্ষণ ধরে মেয়েটি লাগেজ কম্পার্টমেন্টে ছিল অথবা বাসটি কোন কোন শহরের মধ্যে চলাচল করছিল।

গ্রেপ্তারকৃত নারীকে শিশুর প্রতি দুর্ব্যবহার ও অবহেলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাকে সোমবার (৪ আগস্ট) আদালতে হাজির করা হবে। আইন প্রয়োগকারী সংস্থা তার নাম প্রকাশ করেনি।

বাস কোম্পানি ইন্টারসিটি নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে যে ঘটনাটি তাদের একটি বাসে ঘটেছে। কোম্পানির নিয়ম অনুযায়ী, ৩ বছরের কম বয়সী শিশুরা বিনা ভাড়ায় একজন প্রাপ্তবয়স্কের কোলে ভ্রমণ করতে পারে।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version