জুলাই স্মরণে গ্রন্থ ও স্মরণিকা প্রকাশ হচ্ছে নওগাঁয়

|

নওগাঁয় জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে একটি গ্রন্থ ও একটি স্মরণিকা প্রকাশ করা হচ্ছে।

আগামীকাল মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

জানানো হয়েছে, জেলা পর্যায়ে আইডিয়া বাস্তবায়ন কমিটির মাধ্যমে নির্বাচিত ‘বিন্দু থেকে মহাসাগরের উত্তাল ঢেউ’ নামে একটি গ্রন্থ ও ‘চিঠি লিখো জুলাইয়ের শহীদকে’ শিরোনামে শিক্ষার্থীদের লেখা চিঠির সংকলন ‘তোমাদের তরে অব্যক্ত কথামালা’ প্রকাশ করা হচ্ছে। এর মাধ্যমে নওগাঁর ১১ টি উপজেলায় জুলাই আন্দোলনের ঘটনা সমূহ তুলে ধরা হয়েছে।

আইডিয়া বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নওগাঁ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিযোগিতার মাধ্যমে ১৫ থেকে ৩০ বছর বয়সী শিক্ষার্থীদের কাছ থেকে মোট ৭৫ টি আইডিয়া গ্রহন করা হয়। এর মধ্য থেকে দুটি আইডিয়া চূড়ান্ত পর্যায়ে নির্বাচন করা হয়েছে।

ইতোমধ্যেই গ্রন্থ ও স্মরণিকা প্রস্তুত করার কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকাশনার মাধ্যমে ২০২৪ সালের জুলাই আন্দোলনে জেলার ১১ টি উপজেলার বিভিন্ন ঘটনা সমূহ আবারো সকলের সামনে প্রকাশ পাবে এবং দালালিলিক ভাবে প্রমানক হিসেবে সংরক্ষণ হবে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply