
ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।
গতকাল রোববার (৩ আগস্ট) সিডিএফ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আব্দুল আউয়াল। তার অবসরজনিত বিদায়ের পর সাজ্জাদ হোসেন এ পদে নিয়োগ পান।
মো. সাজ্জাদ হোসেন বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিন কাজ করার পর মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে (এমআরএ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া, তিনি বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের মহাব্যবস্থাপক এবং কেন্দ্রীয় কার্যালয়ে কারেন্সি অফিসার পদেও দায়িত্ব পালন করেছেন।
মো. সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তার বাড়ি চাঁদপুরে।
উল্লেখ্য, বাংলাদেশে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) অনুমোদিত সাত শতাধিক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের কেন্দ্রীয় নেটওয়ার্ক হিসেবে কাজ করে সিডিএফ। এটি ক্ষুদ্রঋণখাতে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে এবং সরকারের সঙ্গে নীতি নির্ধারণে কাজ করে থাকে। একই সঙ্গে সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করে সংস্থাটি।
/এমএন



Leave a reply