ড্যাফোডিল ইউনিভার্সিটির আইটিএম বিভাগ আয়োজন করেছে আইটিএম সামিট ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে। গত ২ আগস্ট আয়োজিত এই সামিটের প্রতিপাদ্য ছিল— ডিজিটাল যুগে ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় দক্ষতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং বাস্তবমুখী শিক্ষার সমন্বয়।
সম্মেলনে শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পপ্রতিনিধিরা অংশ নেন। প্যানেল আলোচনায় বক্তারা এআই, পার্সোনাল ব্র্যান্ডিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও পেশাগত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির, প্রো-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, গ্রামীণফোনের হেড অব অ্যাসেট ম্যানেজমেন্ট এস. এম. আয়াজ উদ্দিন আহমেদ, এডিবির পিপিপি মনিটরিং ও প্রোকিউরমেন্ট অ্যাডভাইজর এম. আল-আমিন, সেবপোর সিটিও তানভীর মোহাম্মদ নোমান এবং পিএমআই বাংলাদেশের সাবেক সভাপতি আনেশা আহমেদ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের এফএসআইটি অনুষদের ডিন ড. বিমল চন্দ্র দাস, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী ও আইটিএম বিভাগের প্রধান নুসরাত জাহানসহ অনেকে উপস্থিত ছিলেন।
/এমএন

