Site icon Jamuna Television

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের উপর আমদানি শুল্ক ‘যথেষ্ট পরিমাণে’ বাড়াবেন। স্থানীয় সময় সোমবার (৪ আগস্ট) এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি ভারতের বিরুদ্ধে ‘ব্যাপক মুনাফার জন্য রাশিয়ার তেল কিনে পুনরায় বিক্রি’ করার অভিযোগ তোলেন।

ট্রাম্প দাবি করেন, ‘ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনে বড় মুনাফা করছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধযন্ত্র কত মানুষ হত্যা করছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। এ কারণে, আমি ভারতের পণ্যের ওপর মার্কিন শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়াবো। এই বিষয়টি নিয়ে আপনার সচেতনতার জন্য ধন্যবাদ।’

তিনি শুল্কের হার বা কার্যকর হওয়ার সময়সীমা উল্লেখ করেননি।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সওয়াল পশ্চিমা সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, ‘ভারতের তেল আমদানি ভারতীয় ভোক্তাদের জন্য সাশ্রয়ী ও স্থিতিশীল জ্বালানি নিশ্চিত করে। এই প্রেক্ষাপটে ভারতকে লক্ষ্য করা অন্যায্য ও অযৌক্তিক। আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।’

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version