Site icon Jamuna Television

বাতিল হলো এবারের ‘বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট’

ভেন্যু জটিলতায় এবার বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভাল বাতিল ঘোষণা করেছেন আয়োজকরা। আজ রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বেঙ্গল ফাউন্ডেশন।

সকাল ১১টায় নির্ধারিত সংবাদ সম্মেলন শুরু হতে দেরি হলেও উপস্থিতি সাংবাদিকদের সরবরাহ করা সংবাদ বিজ্ঞপ্তিতে মিউজিক ফেস্টিভাল বাতিলের ঘোষণা দেয়া হয়।

সূত্র জানিয়েছে, আর্মি স্টেডিয়াম বরাদ্দ না পাওয়ায় অনুষ্ঠানটির আয়োজন নিয়ে জটিলতা তৈরি হয়। প্রতিবছর নভেম্বরের শেষ সপ্তাহে আয়োজন করা হয় ‘বেঙ্গল ক্লাসিক মিউজিক ফেস্ট’। এতে উপমহাদেশের সংগীতগুরুরা অংশ নিয়ে থাকেন।

Exit mobile version