Site icon Jamuna Television

ইয়েমেন থেকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষেপণাস্ত্র হামলার সময় আতঙ্কে গাড়ি থেকে নেমে রাস্তার এক পাশে বসে রয়েছেন এক তরুণী। আল জাজিরা।

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ব্যাপক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর। গাজায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলা চালায় বলে দাবি করেছে।  

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক ভিডিও বার্তায় জানান, এই হামলায় ‘প্যালেস্টাইন-২’ নামের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে তাদের বিমানবাহিনী রাতের বেলা এই ক্ষেপণাস্ত্রটি বাধা দিয়েছে। এক্সে একটি পোস্টে তারা লিখেছে, ‘ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমানবাহিনী দ্বারা ধ্বংস করা হয়েছে।’

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version