Site icon Jamuna Television

সাতক্ষীরায় বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা কুমিরায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ প্রচণ্ড শব্দ হয়। যাত্রীবাহী রোজিনা পরিবহনের একটি বাস ও রং বহনকারী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ড ভ্যানচালকসহ বাসে থাকা বেশকিছু যাত্রী আহত হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটির বাম পাশের একটি চাকা হঠাৎ পাংচার হয়ে যায়। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন ১৫ জনের মতো। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version