Site icon Jamuna Television

ফটো স্টোরি: ‘৩৬ জুলাই উদযাপন’ 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে ‘৩৬ জুলাই উদযাপন’। কেউ জাতীয় পতাকা হাতে উড়িয়ে কিংবা মাথায় বাংলাদেশি ফ্ল্যাগের ব্যান্ডানা পরে করছেন ‘উল্লাস’। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কিছু বিশেষ মুহূর্ত নিয়ে আজকের আয়োজন:

নবীন-প্রবীণ একসাথে উপভোগ করছে ‘৩৬ জুলাই’। ছবি: চিফ অ্যাডভাইজার (গব) পেজ।
বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করতে ব্যস্ত একজন ক্যামেরাম্যান। ছবি: চিফ অ্যাডভাইজার (গব) পেজ।
কেউ আনন্দে নাচছে, কেউ লাল-সবুজ রঙ বিলিয়ে দিচ্ছে নীল আকাশে। ছবি: চিফ অ্যাডভাইজার (গব) পেজ।
আনন্দ ভাগাভাগি করতে পিছিয়ে নেই সাংবাদিকও। মাইক পকেটে, আনন্দভরা মুখ, লাল রঙ আর নীল আকাশ। ছবি: চিফ অ্যাডভাইজার (গব) পেজ।
পতাকা হাতে বাংলাদেশ ২.০। ছবি: চিফ অ্যাডভাইজার (গব) পেজ।
ছবি: চিফ অ্যাডভাইজার (গব) পেজ।

/এআই

Exit mobile version