Site icon Jamuna Television

পোলিং এজেন্টদের নিরাপত্তা দেবে সেনাবাহিনী: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ভোট চলাকালে কোথাও অরাজকতার সৃষ্টি হলে, কঠোর হাতে দমন করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে উপযুক্ত ব্যবস্থা।

আজ শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এছাড়া নির্বাচন কমিশনের এক বিবৃতিতে সিইসি কে এম নুরুল হুদা বলেন, পোলিং এজেন্টদের কোন হয়রানি করা যাবে না। তাদের নিরাপত্তা দেবে সেনাবাহিনী।

এসময় তিনি ভোটারদের ভয়ভীতির উর্ধ্বে উঠে ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানান। একই সঙ্গে দলমতের উর্ধ্বে থেকে নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

Exit mobile version