Site icon Jamuna Television

ঢাবিতে শিবিরের প্রদর্শনী: মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি সরলো শিক্ষার্থীদের তোপের মুখে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে শুরু হওয়া ‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মসূচিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দন্ডিতদের ছবি শিক্ষার্থীদের তোপের মুখে সরানো হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে প্রক্টোরিয়াল টিম গিয়ে প্রদর্শনীর সমালোচিত ওই অংশ বন্ধ করে দেয়।

এর আগে, এদিন ভোরে টিএসসি থেকে প্রতীকী ‘ফতেহ গণভবন’ পর্যন্ত একটি সাইকেল র‍্যালির মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। বেলা সাড়ে ১১টায় দিকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সরেজমিন দেখা যায়, প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন স্লোগান, ফ্যাসিবাদের নির্দেশনা ও জুলাইয়ের বিভিন্ন ঐতিহাসিক ছবি। যেখানে দেখানো হয়েছে নারী চরিত্রের বিপ্লবী চেহারা, গণভবন দখলের চিত্র, শহীদ আবু সাইদসহ শহীদদের ছবি।

ব্যাপক আলোচিত-সমালোচিত সেই প্রদর্শনী।

তবে শিবিরের এ কর্মসূচিতে ‘বিচারিক হত্যাকাণ্ড’ নামে আয়োজিত প্রদর্শনীর একাংশ নিয়ে বাধে বিপত্তি। সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রদর্শনীর ওই অংশে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি প্রদর্শন করা হয়। মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী, মোহাম্মদ কামরুজ্জামান, আলী আহমেদ মোহাম্মদ মুজাহিদ ও দেলোয়ার হোসাইন সাঈদীর ছবি ছিল সেখানে। তবে শিক্ষার্থীদের তোপের মুখে এ অংশ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে প্রক্টোরিয়াল টিম পাঠিয়ে প্রদর্শনীর সমালোচিত এ অংশ বন্ধ করে দেয় ঢাবি কতৃপক্ষ।

/এমএইচ

Exit mobile version