Site icon Jamuna Television

‘জুলাই ঘোষণাপত্র’র আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে পুরোনো বন্দোবস্তই ফিরবে: সাকি

ফাইল ছবি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্র’ ২০২৪ সালের জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানেরই অর্জন। সেকারণে এর আকাঙ্ক্ষাকে আমরা পূর্ণভাবে ধারণ করি।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, মুক্তিযুদ্ধসহ এ দেশের মানুষের শত শত বছরের সংগ্রামের ধারাবাহিকতায় এই অর্জন সম্ভব হয়েছে। কিন্তু এই আকাঙ্ক্ষাকে যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে অতীতের মতোই পুরোনো বন্দোবস্ত আবার ফিরে আসবে, যা জনগণকে আবারও অধিকারহীন করে ফেলবে।

জনগণের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ যেন এক হয়ে জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচার, শহীদের মর্যাদা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ার জন্য জাগ্রত পাহারাদার হন। ন্যায়বিচার, সংস্কার ও নির্বাচনের পথেই এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে। সংগঠিত মানুষই ইতিহাসের নির্মাতা। তারা জেগে থাকলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না।

/এসআইএন

Exit mobile version