Site icon Jamuna Television

৫ আগস্ট উপলক্ষ্যে চাটখিলে বিএনপির বিজয় মিছিল-সমাবেশ

ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে। তারা দিনটি উপলক্ষ্যে বিজয় মিছিল ও সমাবেশের আয়োজন করে।

মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন।

সভায় চাটখিল বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন। বক্তারা ভবিষ্যতে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির হাতকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

/এমএমএইচ

Exit mobile version