Site icon Jamuna Television

কলকাতার বাংলাদেশ মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করলো কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) এই আয়োজন উদযাপন করা হয়।

কলকাতার বাংলাদেশ মিশন প্রাঙ্গণে কোরান পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ ও জুলাই নারীদের ওপর ভিত্তি করে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাঠানো বাণী পাঠ করে শোনান প্রথম সচিব (বাণিজ্যিক) সাবরিন চৌধুরী এবং অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাণী পাঠ করে শোনান প্রধান সচিব (প্রেস) তারেক চয়ন।

এরপর জুলাই নিয়ে হয় আলোচনা অনুষ্ঠান। তারপর গানের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংগীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

/এএম

Exit mobile version