মেহেরপুর করেসপনডেন্ট:
মেহেরপুরের গাংনী উপজেলায় সড়কে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে গাংনী-ধানখোলা সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে গাংনী বাজার থেকে পথচারীরা বাড়ি ফিরছিল। একপর্যায়ে ধানখোলা সড়কে ওঁত পেতে থাকা ডাকাত দল পথচারীদের গতিরোধ করে। এ সময় পথচারীদের কাছে থাকা প্রায় অর্ধলক্ষাধিক টাকা হাতিয়ে নেয় ডাকাত দল। পরে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির সাথে জড়িতদের ধরতে এরইমধ্যে অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, কয়েকমাস আগেও একই স্থানে ডাকাতির ঘটনা ঘটেছিল।
/আরএইচ

