Site icon Jamuna Television

জয়পুরহাটের আক্কেলপুরে বস্তাবন্দি দগ্ধ মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটের আক্কেলপুরে বস্তাবন্দি একটি দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল রাতে স্থানীয় বিকাশ দেবনাথ তার কলাবাগানের পুকুরে মাছের খাবার দিতে যান। সেখানে একটি মরদেহে আগুন দেখে আশপাশের লোকজনকে ডাকেন। পরে তারা আগুন নিভিয়ে পুলিশকে খবর দেন। তবে এরই মধ্যে মরদেহের মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়নি। পুলিশের ধারণা হত্যার পর ওই ব্যক্তির মরদেহ বস্তায় ভরে আগুন দিয়েছে হত্যাকারীরা।

আক্কেলপুর থানার উপপরির্দশক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, আগুনে লাশের মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। অন্য কোথাও হত্যার পর এখানে বস্তায় ভরে লাশ এনে আগুন দিয়ে পোড়ানো হতে পারে বলেও ধারনা করছেন তিনি।

/এএইচএম

Exit mobile version