Site icon Jamuna Television

পটুয়াখালী‌তে ৬ ফুট লম্বা বিষধর পদ্মগোখরা উদ্ধার

স্টাফ ক‌রেসপন‌ডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীতে প্রায় ৬ ফুট লম্বা বিষধর একটি পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টার দি‌কে কলাপাড়া উপজেলার এলেমপুর গ্রাম থে‌কে সাপটি উদ্ধার করেন ‘অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী’র বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা।

সংগঠনের সদস্য বাইজিদ মুন্সী বলেন, এলেমপুর গ্রামের রইস উ‌দ্দি‌নের বাড়ীর পা‌শে চায়না দুয়ারি জালের ভেতরে আট‌কে ছিল সাপ‌টি। প‌রে তা‌দের‌কে ফোন দেয়া হ‌লে ঘটনাস্থ‌লে গি‌য়ে সাপ‌টি উদ্ধার ক‌রেন।

তিনি আ‌রও জানান, পদ্মগোখরা বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ। তবে এটি সাধারণত মানুষের উপস্থিতি এড়িয়ে চলে। সঠিক তথ্য না জানার কারণে অনেকেই অকারণে সাপ মেরে ফেলেন, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এ সময় উদ্ধারকৃত সাপ‌টি বন‌বিভা‌গের মাধ্যমে ব‌নে অবমুক্ত করা হ‌বে ব‌লেও জানান তি‌নি।

/এএইচএম

Exit mobile version