Site icon Jamuna Television

সবাই জানে আমার মান, কারও কাছে কিছু প্রমাণ করার নেই: নেইমার

ইনজুরিকে আপন করেই ক্যারিয়ারের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমারকে। ইনজুরিই বারবার থামিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান এই তারকার ক্যারিয়ার। সেই ইনজুরি কাটিয়ে আরেকবার জাতীয় দলে ফেরার লড়াইয়ে নেমেছেন এই ফরোয়ার্ড।

গতকাল মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া লিগে জুভেন্টুডের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে সান্তোসের হয়ে জোড়া গোল করে দলকে জেতান নেইমার। ২০২২ সালের আগস্টের পর প্রথমবার টানা পাঁচটি ম্যাচ পুরো সময় খেলেন এই ব্রাজিলিয়ান তারকা। ক্লাব পর্যায়ের ম্যাচে জোড়া গোলের দেখাও পেলেন প্রায় তিন বছর পর। সেই ম্যাচে মাঠেই উপস্থিত ছিলেন ব্রাজিল ফুটবলের বেশ কয়েকজন প্রতিনিধি। ম্যাচশেষে নেইমারকে প্রশ্ন করা হয়, উপস্থিত কর্তাদের মুগ্ধ করতে পেরেছেন কি না? উত্তরে এই তারকা জানান, কারও কাছেই তার কিছু প্রমাণ করার নেই।

সান্তোসের ফরোয়ার্ড নেইমার বলেন, আমার নিজেকে কারও কাছে প্রমাণ করার কোনো কিছু নেই, সবাই জানে আমার মান। আমি সুস্থ, সম্পূর্ণ ফিট আছি—বাকিটা তাদের ওপর। জিততে পেরে ভালো লাগছে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এদিকে, এমন পারফরম্যান্সের পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার ব্রেমার এক সাক্ষাৎকারে বলেছেন, নেইমারকে ইউভেন্টাসে দেখতে চান তিনি। আবারও ইউরোপে খেলবেন নেইমার—এমনটাই প্রত্যাশা ইউভেন্টাসের এই সেন্টার-ব্যাকের।

এর আগে, পিএসজিতে থাকাকালীনও গুঞ্জন ছিল, ইতালিয়ান ক্লাবটিতে যেতে পারেন নেইমার। তবে বর্তমান ফিটনেস আর ইনজুরি ইস্যুই নেইমারের জাতীয় দল–ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বাঁ পায়ের ভয়ংকর চোটে পড়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর খেলা হয়নি নেইমারের। প্রায় এক বছর ছিলেন মাঠের বাইরে। তবে বিশ্বকাপকে সামনে রেখে সর্বোচ্চটা দিয়েই প্রস্তুত হচ্ছেন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলিকে আতিথ্য দেবে ব্রাজিল, এরপর ৯ সেপ্টেম্বর বলিভিয়ার মাটিতে লড়বে সেলেসাওরা। ইনজুরি-মুক্ত থেকে আনচেলত্তির সেই দলে নেইমার জায়গা করে নিতে পারেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

/এসআইএন

Exit mobile version