Site icon Jamuna Television

ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানালো গণঅধিকার পরিষদ

জুলাই ঘোষণাপত্র নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে গণঅধিকার পরিষদ। আজ বুধবার (৭ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে জুলাই ঘোষণাপত্র নিয়ে সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নুর এ কথা বলেন।

নুর বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ এর গণঅভ্যুত্থান। কিন্তু জুলাই ঘোষণাপত্রে সেটা উল্লেখ না করে মনগড়া ইতিহাস লেখা হয়েছে। গত এক বছরেও শহীদদের সংখ্যা নির্ণয় করা যায়নি। সরকার সঠিক ইতিহাস ও তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের দাবি, আলাপ-আলোচনার মাধ্যমে জুলাই ঘোষণাপত্রের সংস্কার করতে হবে। এ ছাড়াও জুলাই সনদের আইনি ভিত্তি দিতে। এর ভিত্তিতেই আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে বলে দাবি জানান দলটির সভাপতি।

নির্বাচন ঘোষণাকে স্বাগত জানিয়ে নুর বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করাকে স্বাগত জানাচ্ছে গণঅধিকার পরিষদ, এটাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ফেব্রুয়ারির আগে নির্বাচন চাই, তবে ডিসেম্বর-জানুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই। তবে বর্তমান প্রশাসন নিরপেক্ষ না বলেও অভিযোগ করেন তিনি।

/এসআইএন

Exit mobile version