রাজধানীতে বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

|

প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী (৩০) নিহত হয়েছেন।

আজ বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পথচারী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ভাড়া করা এক মোটরসাইকেলযোগে ওই নারী কাওলা এলাকায় আসছিলেন। হঠাৎ একটি বাসের ধাক্কায় তিনি পেছন থেকে রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

আহত নারীকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান।

/এএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply